ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জমি নিয়ে বিরোধে বৃদ্ধার ঘর গুঁড়িয়ে দিল প্রতিপক্ষ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:৫৫ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার বাড়িতে হামলা ও ঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার সিন্দরখান ইউনিয়নের জানাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে মূল অভিযুক্ত আব্দুল্লাহর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল জানাউড়া গ্রামের রাবেয়া খাতুনের বাড়িতে হামলা করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতুড়ি ও হেমার দিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকা ঘরটি ভেঙে ফেলে। এ সময় ঘরের বাইরে থেকে রড-সিমেন্ট, খোয়া, বালু ও ইট লুটপাট করে নিয়ে গেছে। আব্দুল্লাহ গং তাদের প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় তারা কোথাও কোনো বিচার পাচ্ছেন না। বাড়ি নির্মাণ করে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করেছি, সেই বাড়ি ভেঙে দিয়েছে।

ভুক্তভোগী রাবিয়া খাতুন জানান, জেল থেকে জামিনে বের হলেও আব্দুল্লাহ গংয়ের অব্যাহত প্রাণনাশের হুমকিতে নিজ ঘরে ঢুকতে পারছেন না। তিনি বলেন, তারা আমার সম্পত্তিও জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এর আগেও তারা আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শী তাসলিমা বলেন, ভোরের দিকে বিকট আওয়াজ শুনে বের হয়ে দেখেন, আব্দুল্লাহ ও তার ছেলেরা ১০ থেকে ১৫ জন মিলে ভাঙচুর করে বেরিয়ে যাচ্ছে। বাড়িটি নতুন করে নির্মাণ করা হয়েছে। এমন হামলা খুবই দুঃখজনক।

রাবিয়া খাতুনের মেয়ে হাওয়ারুন নেছা বলেন, রাত ৩টায় দিকে আব্দুল্লাহ ও তার ছেলেরা ছাড়াও ১০ থেকে ১৫ জন এসে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আমরা চিৎকার করলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী রাবিয়া খাতুনের ছেলে ওয়াহিদ মিয়া বাদী হয়ে ১০ থেকে ১৫ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।