অব্যাহত বর্ষণ ও নিরাপত্তাজনিত কারণে সোমবার ভারত-অধ্যুষিত জম্মু অঞ্চলের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বহু প্রাণহানির পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি আদেশে জম্মু বিভাগের শিক্ষা পরিচালক জানান, ‘অব্যাহত বৈরি আবহাওয়ার কারণে সোমবার জম্মু বিভাগের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর নতুন সতর্কবার্তা জারি করেছে। ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ার কথা জানানো হয়েছে। সতর্কতার আওতায় আনা হয়েছে জম্মু, রেয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া, ডোডা, কিশতওয়ার, রামবান ও কাশ্মীর উপত্যকার কিছু অংশকে।
এদিকে, গত কয়েকদিনের ভয়াবহ আবহাওয়ায় অন্তত ৬৮ জনের মৃত্যু ও ১২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাত্র চার দিনে তিনটি পৃথক মেঘভাঙা বর্ষণের ঘটনা ঘটেছে।
১৪ আগস্ট কিশতওয়ার জেলার মাচাইল মাতা মন্দিরপথের শেষ গ্রাম চাশোটিতে মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ৬১ জন তীর্থযাত্রী নিহত ও ১১৬ জনের বেশি আহত হন। এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৮১ জন তীর্থযাত্রী ও একজন সিআইএসএফ সদস্য বলে জানা গেছে।
রোববার কাঠুয়া জেলায় আবারও মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে সাতজন নিহত ও পাঁচজন আহত হন। রাজবাগের জোধ ঘাটি গ্রাম ও জাংলোটি এলাকায় প্রবল বর্ষণের পর এ দুর্ঘটনা ঘটে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষণ অব্যাহত থাকবে এবং দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই স্কুল-কলেজ বন্ধসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে উদ্ধারকারী দলগুলো উচ্চ সতর্কতায় কাজ করছে। নিখোঁজদের সন্ধান ও দুর্গতদের সহায়তায় তৎপর রয়েছে তারা।