ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা রয়েছে : পাকিস্তান

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৯ এএম

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তার মতে, কয়েক দশক আগে শুরু হওয়া প্রক্সি সংঘাত এখনো বাস্তবে বিরাজমান এবং সময়ের সঙ্গে এটি আরও তীব্র আকার ধারণ করেছে। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘প্রক্সি যুদ্ধ কখনোই সত্যিকার অর্থে শেষ হয়নি; বরং সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে।’

তিনি বলেন, ১৯৮০ দশকে শুরু হওয়া এই ধরনের সংঘাত এখন আধুনিক যুদ্ধের একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। সম্প্রতি লাহোর ও রাওয়ালপিন্ডিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গেও এই ধরনের সংঘাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।আসিফ বলেন, মে মাসের সংঘর্ষের পর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। তার ভাষায়,‘মে মাসের সংঘাতের পর (ভারতের সঙ্গে) আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, আর সেই ঝুঁকি এখনো পুরোপুরি দূর হয়নি।’ তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিরক্ষার সক্ষমতা প্রমাণিত হয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রও পাকিস্তানের বিজয়কে স্বীকৃতি দিয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করেছিল ওয়াশিংটন। পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মে মাসে চার দিনের ওই সংঘাতের সময় পাকিস্তান বিমানবাহিনী সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত কওে, যার মধ্যে রাফাল ফাইটার জেটও ছিল এবং ভারতের একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে।