চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে লুইস দিয়াসের জোড়া গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দিয়াস। আশরাফ হাকিমিকে করা সেই ফাউলের জন্য বড় সাজা পেতে হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারকে। ২ গোল করার ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিয়াস। বায়ার্নের কোচ ভেসোঁ কম্পানির আশা পূরণ হলো না। অল্প সাজায় পার পেলেন না তার দলের ফুটবলার লুইস দিয়াস। দুর্দান্ত ফর্মে থাকা উইঙ্গারকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য। গত ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে করা গুরুতর ফাউলের জন্য এই শাস্তি দেওয়া হলো দিয়াসকে।
পিএসজির মাঠে ওই ম্যাচে প্রথমার্ধেই ২টি গোল করেন দিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নেয় বায়ার্ন। পিএসজি পরে নিশ্চিত করে, অ্যাঙ্কলে চোট পেয়েছেন হাকিমি। ওই ম্যাচের পরে আর মাঠে নামতে পারেননি এই ফুল ব্যাক। গত বুধবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে মঞ্চে ওঠেন তিনি খুঁড়িয়ে। দিয়াসের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে কোম্পানি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কাছে যা তথ্য আছে, তাকে এক ম্যাচের জন্যই নিষিদ্ধ করা হয়েছে। আমার পাওয়া তথ্য ঠিক না হলে হতাশই হব।’

