ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কিশোরী অপহরণ মামলা - তিন আসামির ১৪ বছর করে কারাদন্ড 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৪১ এএম

ফেনীতে এক কিশোরীকে অপহরণের ঘটনার ১৩ বছর পর ৩ যুবককে ১৪ বছর করে কারাদ-াদেশ দিয়েছেন আদালত। গত সোমবার ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খানের আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ জুন সকালে ফেনীর গালস ক্যাডেট কলেজের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ফেনী মডেল থানায় কিশোরীর বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে আবু তৈয়ব নামের এক যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার এসআই আবদুস সালাম ২২ অক্টোবর মামলাটি তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আসামিরা হলেন- উত্তর শিবপুর গ্রামের প-িত বাড়ির সেলিম জাহাঙ্গীরের ছেলে তৈয়ব উল্লাহ (২২), একই গ্রামের ছায়েদুল হকের ছেলে সুবজু (২৪), সামছুল হক মৌলভী বাড়ির আবদুল হক মোয়াজ্জেমের ছেলে শহীদুল ইসলাম বাপ্পি (২০) ও একই বাড়ির আবদুল হাইয়ের ছেলে আবদুর রহীম সজিব (২২)। 

ফেনী নারী শিশু আদালতের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সোমবার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি তৈয়ব উল্লাহ, শহীদুল ইসলাম বাপ্পি ও আবদুর রহিম সজিবকে ১৪ বছর করে সশ্রম কারাদ-, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়েছে। এই সময়ে আসামি সবুজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।