ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:০৫ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান মোহন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজী। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনের জলাবদ্ধতা দূর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. যোবায়ের হোসেন আক্কাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক নিয়াজ রাফিদ রহিম, সদস্য সচিব শাফায়েত ইসলাম শাওনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসবেন।’