ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সরকারি সার বোঝাই ট্রাক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:১৭ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে বুধবার রাত দেড়টার দিকে অবৈধভাবে রাসায়নিক সার পরিবহনের সময় একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যান।

স্থানীয়রা জানায়, ট্রাকটি গভীর রাতে জেলা শহর থেকে সার বোঝাই করে আসছিল। সন্দেহ হলে তারা ট্রাকটি ভেলাজান বাজার থেকে আটক করে দেহন ময়দান বাজারে নিয়ে আসে। চালান পরীক্ষা করতে গেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। প্রশাসন ঘটনাস্থলে এসে ৩০০ বস্তা সরকারি সার জব্দ করেছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, ‘জব্দকৃত সার সরকারি দরে বিক্রি করে কোষাগারে অর্থ জমা করা হবে।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান বলেন, ‘ড্রাইভার ও হেলপারকে এখনো আটক করা সম্ভব হয়নি। ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে জেলার বালিয়াডাঙ্গী ও গড়েয়া বাজারের গুদাম থেকে অসংখ্য বস্তা সরকারি সার জব্দ এবং জরিমানার মধ্য দিয়ে অবৈধ মজুত বন্ধ করার চেষ্টা করা হলেও স্থানীয়রা বলছেন, সার পাচারের ঘটনা এখনো থেমে নেই। তারা প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।