চট্টগ্রামের হাটহাজারিতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমানবাজার এলাকার মেখল গ্রামে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ১৫ দিন আগে বিদেশি একটি নাম্বার থেকে অজ্ঞাত পরিচয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছ ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারপর কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সকালে মুখোশ পরা চারজন যুবক বাড়িতে প্রবেশ করে গুলি চালায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন যুবক মুখ ঢেকে ঘটনাস্থলে আসে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে দুজনকে বারবার গুলি ছুড়তে দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ির ভেতরের লোকজন দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থলে ১১টি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। এবং গুলির আঘাতে ঘরের দরজা ও জানালা ভেঙে গেছে।
এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে ছয়জন এসেছিল। চারজন ঘরে প্রবেশ করে, যার মধ্যে তিনজনই অস্ত্রধারী। তারা দ্রুত গুলি চালিয়ে চলে যায়। কেউ হতাহত হয়নি। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী মামলা করবেন।’