ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

কুপিয়ে জখম

কলাপাড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৪ এএম
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির বিষয়ে জানতে চাওয়ায় সোহেল তালুকদার নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত যখন করেছে একদল যুবক। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া পৌর শহরের বাদুড়তলী এলাকায় হাসানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সোহেলকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী কবির হোসেন জানান, সোহেলের বাঁ হাতের কনুই কুপিয়ে ঝুলিয়ে দেয় এবং গলার বাঁ পাশে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।