ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

শিশুর মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫২ এএম
টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ হাবিবুর রহমান হবুর একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজনে হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। তাদের একমাত্র সন্তান আব্দুল্লাহকে গ্রামের বাড়িতে দাদা আজাদের কাছে রেখে যান। শিশুটির নানি প্রতিদিন সকালে হাঁসের খাবারের জন্য বাড়ির পাশের ডোবা থেকে শামুক সংগ্রহ করতেন। মাঝে মাঝে আব্দুল্লাহ নানির সঙ্গে ডোবার পাড়ে গিয়ে বসে থাকত। গত মঙ্গলবার সকালে নানি একাই শামুক সংগ্রহে বের হন। এ সময় নানিকে খুঁজতে গিয়ে আব্দুল্লাহ সবার অগোচরে ডোবার পাড়ে চলে যায় এবং নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। অবশেষে বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শনাক্ত করেন।