ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫৪ এএম
বিএনপি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দিনব্যাপী নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে  এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলার সভাপতি ডা. ইস্কেন্দার আলীর নেতৃত্বে চোখ-নাক-কান ও গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক ও মেডিসিন এবং ইন্টার্নিসহ ১২ জন চিকিৎসক এতে অংশ নেয়। চিকিৎসা শেষে রোগীদের বিনা মূল্যে প্রায় ২০ প্রকার ওষুধ প্রদান করা হয়। নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা শিকারপুর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ায় হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।