ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫৫ এএম
পোশাক শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে রবিন টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে ও রবিন টেক্সটাইলে অল ওভার প্রিন্ট বিভাগে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কবির উদ্দিন রবিন টেক্সটাইল মিল থেকে ভোর ৬টার দিকে ডিউটি শেষে বাড়ি যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে ধাক্কায় খাদে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিন টেক্সটাইলের এডমিন ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, সড়ক দুর্ঘটনায় কবির উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওভার প্রিন্ট বিভাগে কর্মরত ছিলেন।