ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৪ এএম
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের বাসিন্দা ও মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সকালে শিক্ষক বেলাল সাহেব রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ সিরাজগঞ্জ শহরমুখী একটি সিএনজি খুব দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন। অটোরিকশাটি না থেমে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়াধীন।