ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ক্যাম্পেইন সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৫ এএম
ক্যাম্পেইন

আগামী অক্টোবরে দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে ক্যাম্পেইনের সমন্বয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ৯ থেকে ১৫ বছরের সব ছেলেমেয়ে এই টিকা পাবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হবে। এ ছাড়া টিকাদান কার্যক্রম চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলেমেয়েরা টিকা গ্রহণ করতে পারবে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান (অংকুর)।