ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবল টুর্নামেন্ট

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৫৯ এএম
চাঁপাইনবাবগঞ্জ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল হওয়ায় পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দলকে বাছাই করা হয়। দিনব্যাপী খেলা শেষে সবকটি দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে নাচোল ও কসবা ইউনিয়ন। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান প্রমুখ।