ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:১০ এএম
চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ আলগী এলাকায় কিশোর গ্যাংদের আস্থানা থেকে অন্তত ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানটি পরিচালনা করা হয় গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত শেষে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসমুক্ত ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলবে।