ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে এক ৮ম শ্রেণির স্কুলছাত্রী মারা গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম। তিনি বলেন, মাথার উপরভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের লোকজন প্রায় ৫ ঘণ্টা ওঝার নিকট ঝাড়ফুঁকে সময় নষ্ট করে ফেলেছেন। নিহত স্কুলছাত্রী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। সে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন