শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ১০ বছর বয়সি ইলিয়াসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে। পরিবার জানায়, গত বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, শিশুর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটি নিহত হয় এবং পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন