রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩৪ এএম

তলিয়ে গেছে ৮০০ একর জমির ফসল

দুই বছর ধরে আমন ধান নষ্ট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩৪ এএম

দুই বছর ধরে আমন ধান নষ্ট হচ্ছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অতিবৃষ্টিতে তলিয়ে গেছে অন্তত ৮০০ একর ফসলি জমি। আহাজানি খালের ওপর একটি স্লইসগেট আটকে মাছ শিকার করায় এসব জমির পানি নিষ্কাশন হচ্ছে না। কৃষকরা ফসল রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পুটিজানা ইউনিয়নের পীরগঞ্জ, ভেহিবিল, মহিষতারা, সেনবাড়ী কমলাপুর, কলাগোপা, বনবাড়ীয়া, দাওসা, দুর্গাপুর, কমলাপুরসহ চারটি বিল ও মুক্তাগাছার একটি বিলের পানি নিষ্কাশনের জন্য একটি খাল রয়েছে। কুশমাইল ইউনিয়নের আহাজানি খাল দিয়ে ওই ৬ গ্রামের পানি ও বিলগুলোর পানি নিষ্কাশন হয়। তবে আহাজানি খালের স্লুইসগেট আটকে মাছ শিকার করে আশপাশের লোকজন। গ্রামবাসী বাধা দিলে ওই খালের আশপাশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারধর করতে আসে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর আগে ওই খালের ওপর বাঁধ নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। খাল আটকে বাঁধ নির্মাণ করায় মামলা পর্যন্ত গড়ায়।

স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার এবং অনেক কৃষকের জমি ডুবে আছে। পানি কবে নামবে জানি না। চিন্তায় আছি, এই বছর আমন ধান ঘরে তুলতে পারব কি না তা-ও বলতে পারছি না।

কৃষক শাহজাহান মিয়া বলেন, স্লুইসগেটের রক্ষণাবেক্ষণে আগে যিনি দায়িত্ব পালন করতেন। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। তারপর কেউ ঠিকমতো দায়িত্ব পালন করে না। স্থানীয়রা স্লুইসগেটের পানি আটকে মাছ ধরার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়। এতে প্রায় ৬ গ্রাম ৫ বিলের ৮০০ একব ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশন না করা হলে জমিতে লাগানো রোপা আমন ধানের চারা রক্ষা করা যাবে না।

পুটিজানা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি নিজে সেখানে গিয়েছিলাম। অল্প অল্প করে স্লুইসগেট দিয়ে পানি ছাড়ায় অনেক জমির ধানগাছ পানির নিচে ডুবে গেছে। দ্রুত ফসলি জমির পানি নিষ্কাশন করা না হলে কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকালই কৃষকের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!