ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

চুলাই মদ উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৩৪ এএম

গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে চুলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চুলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যক্তিরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে বুধবার সকালে যৌথবাহিনী ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে চুলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেন। এ সময় ৬ জনকে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেন। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।