চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা জেলা তথ্য অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা ও টিকা সম্পর্কিত গুজবের বিষয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গার (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডা. মো. আওলিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।