ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

শিক্ষক নিহত 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৩৬ এএম

বাগেরহাটের কচুয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে দোলা পরিবহনের একটি বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মোল্লাবাড়ি এলাকার সাইনবোর্ড-বগী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর ও সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত শিক্ষকের নাম আছাদুর রহমান (৩৫)। তিনি দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আহাদুজ্জামান মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।