ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ব্রিজে ধস, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৫০ এএম

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ায় পাঁচটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত মঙ্গলবার রাতে চারাবাড়ি ঘাট এলাকার ব্রিজের সংযোগ অংশ হঠাৎ ভেঙে গেলে টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নের মানুষের জন্য এই সড়কটি ছিল প্রধান যোগাযোগ মাধ্যম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৬ সালে ধলেশ্বরী নদীর ওপর ১৭০.৬৪২ মিটার দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ করে। তবে নির্মাণের পর থেকেই কয়েক দফায় পূর্ব ও পশ্চিম দিকের অ্যাপ্রোচ ধসে পড়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১০ জুলাইও একইভাবে পশ্চিম অংশের সংযোগ সড়ক ভেঙে যায়।

এলাকার বাসিন্দারা জানান, এই ব্রিজের ওপর নির্ভর করে চরাঞ্চলের মানুষ প্রতিদিন শহরে যাতায়াত করে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, হাসপাতালগামী যাত্রীদের জন্য এটি ছিল একমাত্র সড়কপথ। এ ছাড়া চরাঞ্চলের কৃষিপণ্য, তাঁত শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহনও এই পথে হয়ে থাকে।

কাতুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, নদীর পানির চাপ বেড়ে পশ্চিম পাশের অ্যাপ্রোচসহ সংযোগ সড়ক ও কয়েকটি বাড়িতে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজটিই ঝুঁকিতে পড়বে।

সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজকের মধ্যেই জরুরি পদক্ষেপ নেওয়া হবে।