‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিতে সংবাদকর্মীদের জন্য টাইফয়েড টিকাদানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিস অনসূয়া বড়ুয়া ভাচুয়েলি কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ (মারুফ) বলেন, ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রচারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশে সংবাদমাধ্যমের অবদান গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সহযোগিতায় গুজব নিরসন সম্ভব। অনেকেই মনে করেন টাইফয়েড ও যক্ষ্মা পৃথিবী থেকে চলে গেছে; বাস্তবে এখনো রয়ে গেছে। তাই আমাদের আরও সচেতন হতে হবে এবং জেলার প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে।’