ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৪০ এএম

ভোলার চরফ্যাশনে মো. সাইফুল ইসলাম নামে এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ির পাশে জামে মসজিদের সামনে প্রকাশ্যে এই হুমকি দেয়।

এ ঘটনায় রাতে সাংবাদিক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান, ‘শ্রমিকলীগ নেতা সবুজের স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। চলতি বছরের ২০ জানুয়ারি তিনি দ্বিতীয় শ্রেণির ক্লাসে নিজের শিশুকন্যাকে টেবিলে বসিয়ে ‘বাকবাকুম পায়রা’ কবিতা পাঠ করান এবং সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ আকারে প্রকাশিত হয়। সে সময় সবুজ মনে করেন, সংবাদ প্রকাশে আমার ভূমিকা রয়েছে- এমন ধারণা থেকে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং একাধিকবার মামলার হুমকি দেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকালে মসজিদের সামনে তার সঙ্গে দেখা হলে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি আমার ও আমার বাবার ওপর প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে তিনি সেখান থেকে পালিয়ে যান।’

সাইফুল ইসলাম অভিযোগ করেন, শ্রমিকলীগ নেতা সবুজ পূর্বেও তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছেন। ফলে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অস্বীকার করে শ্রমিকলীগ নেতা সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘তার (সাংবাদিকের) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি কাউকে হুমকি দিইনি।’ চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনার বিষয়ে সাংবাদিক সাইফুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’