ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সংবাদ সম্মেলন

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৪৩ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরে ভূমিদস্যু আশিক শফিউল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌর সদরের পশ্চিম মাইজপাড়া গ্রামের জোবায়ের আহম্মেদ, মিলন মেম্বার, আবুল কাশেম। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, কুমিল্লার মেঘনা উপজেলার বাটেরা গ্রামের আশিক শফিউল্লাহ গংদের অত্যাচার, নির্যাতনের অতিষ্ঠ এলাকাবাসী। তারা আরও বলেন, এ ছাড়াও আশিক শফিউল্লাহ ওই গ্রামে ভূমিদস্যুতার মাধ্যমে অনেকের জমি ও দখলের পাঁয়তারা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে শফিউল্লাহ গংরা আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। এ ছাড়াও আশিক শফিউল্লা আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত শফিউল্লাহর সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো কল রিসিভ করেননি।