দুপচাঁচিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাক-সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয় প্রমুখ। আলোচনা সভার পরে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি। এর মধ্যে ১৩০ জন কৃষকের প্রত্যেকে পেয়েছেন ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং বেগুন, মিষ্টিকুমড়া, শসা ও লাউয়ের বীজ।