ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক রাহিদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতাকাল বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। ন্যায়বিচার না পেলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। গত ৭ অক্টোবর মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এতে রাহিদ ও তার ভাই আহত হন এবং ক্যামেরা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।