ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৫০ এএম

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার টানেল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসব দাবি বাস্তবায়ন জরুরি। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন নেতাকর্মীরা। জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম অলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার প্রমুখ।