নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠাসহ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় জেলা পুলিশ কর্তৃক নরসিংদী মডেল থানার ওসিকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞাতা ও শ্রদ্ধা জানিয়েছেন এমদাদুল হক।