ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আইনি নোটিশ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৩২ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইমপ্রুভমেন্ট ও ব্যাকলগের পরীক্ষানীতি চ্যালেঞ্জ করে আইনি নোটিশ দিয়েছেন নোবিপ্রবির বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার মোহাম্মদ আলীর পক্ষে নোয়াখালী জজকোর্টের আইনজীবী মো. আজগর আলী আরজু নোবিপ্রবির রেজিস্ট্রারের প্রতি এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, বর্তমান ইমপ্রুভমেন্ট ও ব্যাকলগ নীতি শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সমতা ও প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থি। এতে বলা হয়, অযথা সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ন্যায্যভাবে ফলাফল উন্নত করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে জিপিএ ৩.০০ বা এর নিচে প্রাপ্ত শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ না দেওয়া অযৌক্তিক ও বৈষম্যমূলক। এর ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, বৃত্তি ও কর্মসংস্থানে প্রতিযোগিতামূলক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।