ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:২০ এএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আরশেদ আলী মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার মনির মোল্লার ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আবু সাঈদের মা সালেহা বেগম গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তিনি ছেলেকে বড় বোন আখি মনির জিম্মায় রেখে যান। কিছুক্ষণ পর শিশুটি বোনের চোখের আড়াল হয়ে যায়। পরে তার দাগ চিৎকার শুনে  স্থানীয়রা এশে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বাড়ির লোকজন আশপাশের পুকুরে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর থেকে আবু সাঈদকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।