পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা-২০২৫। গতকাল সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একটি গ্রুপে এবং নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অন্য গ্রুপে অংশ নেয়। প্রদর্শিত প্রকল্পের মধ্যে ছিল বিকল্প উপায়ে প্রাকৃতিক গ্যাস উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ, সাশ্রয়ী গ্যাসচুলা, আগ্নেয়গিরির বিস্ময় ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী। মেলায় শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা খুদে বিজ্ঞানীদের হাতে তৈরি মডেল ও প্রজেক্ট দেখতে ভিড় জমায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন