ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ব্যবসায়ী গ্রেপ্তার

‎ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:১৯ এএম

বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ মজিদ ম-ল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ভা-ারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজিদ ম-ল ওই গ্রামের মৃত জয়নাল ম-লের ছেলে। ‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ভৃতবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সে উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।