গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা নার্সারি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনÑ শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সেলিম গুণির ছেলে পারভেজ (২৫), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৃত উসমান গনি মল্লিকের ছেলে সবুজ মল্লিক (৩৫) এবং শ্রীপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার আবুল কাশেমের ছেলে নাঈম (২৫)। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ওই সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

