ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আবারও ঘটেছে সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা। এতে সোমবার সকাল থেকে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন চলাচল নিয়ন্ত্রণে সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন থামানো ও চালানোর জন্য লাল, সবুজ ও হলুদসংকেত ব্যবহার করা হয়, যা বিশেষ ধরনের তারের মাধ্যমে পরিচালিত হয়। সম্প্রতি এসব তার চোরদের টার্গেটে পরিণত হয়েছে। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-সিলেট রুটের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত এলাকায় নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরি হচ্ছে। গত মাসেই আখাউড়া স্টেশন থেকে ট্রান্সফরমার চুরি হয়েছিল।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন সুপার মো. নূর নবী জানান, সকালে স্টেশনে এসে সিগন্যাল ক্যাবল চুরির বিষয়টি জানতে পারেন। বর্তমানে ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, ‘আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। নতুন করে তার সংযোজনের কাজ চলছে, তবে এতে কিছুটা সময় লাগবে।’
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘এর আগেও চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছিল। এবারও চোরচক্রকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংশ্লিষ্টদের মতে, রেলওয়ের গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম রক্ষা করতে কঠোর নজরদারি ও এলাকাবাসীর সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে।

