ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

স্বর্ণালংকার লুট

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:১৭ এএম

খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারে সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর ২নং ওয়ার্ডের মাওলানা আবু ইউসুফ (৬০)-এর বাড়িতে। এ সময় চোরেরা দুটি হাতের বালা, কানের দুল ও চেইনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অসুস্থ মাওলানা আবু ইউসুফের ছোট ভাই মো. মফিজুল ইসলাম (৩৮) জানান, দুইজন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রোববার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন। পরবর্তী সময়ে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা, লুট করে নেয়। সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো-ছিটানো ও গয়নাগুলো চুরি হয়ে গেছে।