নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারে দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।
চরজব্বার থানার ওসি শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তিনি ১৩ তারিখে ঢাকায় লোক সমাগমের বিষয়ে পৃষ্ঠপোষকতা করছিলেন।’ গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরবাটা খাসেরহাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এর প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা মানববন্ধন শেষে দোকানপাট খুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আনিসুল হক জাহাঙ্গীর চরবাটা ইউনিয়নের হাজি মোজাম্মেল হকের ছেলে। তিনি বাজার পরিচালনা কমিটির অন্তর্বর্তীকালীন সহ-সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী। ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজি গোলাম মাওলা বলেন, ‘বাজার কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীরকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, তা আমি জানি না।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
বাজার কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, ‘জাহাঙ্গীর মিয়া একজন সজ্জন ও পুরোনো ব্যবসায়ী। কোনো অভিযোগ ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, যা অনভিপ্রেত।’
ওসি শাহীন মিয়া আরও বলেন, ‘আনিসুল হক জাহাঙ্গীরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’

