ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:৫৬ এএম

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত ইউএনও উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরে  উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় তিনি নান্দাইলের সার্বিক পরিবেশ-পরিস্থিতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান।

ইউএনও বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে।

তিনি আরও বলেন, নান্দাইলকে একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আশা করছি, আমরা মিলেমিশে এ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবো।

সভায় নান্দাইলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল,এবি সিদ্দিক খসরু,সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল,সাংবাদিক প্রবাল মজুমদার,জালাল উদ্দিন ম-ল, মোখলেছুর রহমান,বিল্লাল হোসেন প্রমুখ। সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।