সিলেট গ্যাসফিল্ডের বিয়ানীবাজার ইউনিটের আবাসিক এলাকা থেকে অনুমতি ছাড়া প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক সিবিএ নেতার বিরুদ্ধে। আকাশি প্রজাতির ২২টি গাছ কেটে ফেলা হলেও বিষয়টি নিয়ে গ্যাসফিল্ডের কর্মকর্তারা নীরব রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়ায় অবস্থিত সিলেট গ্যাসফিল্ডের ২ নম্বর কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি প্রকাশ্যে গাছগুলো কেটে দ্রুত অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। এ কাজে নেতৃত্ব দেন সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের প্ল্যান অপারেটর আব্দুর রহমান। অভিযোগ রয়েছে, তিনি এ কাজে কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি।
সূত্র আরও জানায়, আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সে কারণে তাকে একপর্যায়ে রশিদপুর গ্যাসফিল্ডে বদলি করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি প্রভাব খাটিয়ে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২-এ ফিরে আসেন। স্থানীয়রা জানান, তিনি এক বিতর্কিত আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ অনুসারী।
বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রহমান রুমি বলেন, ‘আবাসিক এলাকা থেকে গাছ কাটার বিষয়ে আমি পরে জেনেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বড় অপরাধ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সিবিএ নেতা আব্দুর রহমানকে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

