রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া ফকিরপাড়া (নোহালী) এলাকায় গভীর রাতে বসতবাড়ি থেকে মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগী মানিক মিয়া (৩৯) গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন মানিক মিয়া। রাতে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় বারান্দায় রাখা বাজাজ মোটরসাইকেল নিয়ে যায় তারা। পাশাপাশি শয়নকক্ষ থেকে নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা এবং আলমারিতে থাকা স্বর্ণের মালা ও চেইনসহ আড়াই লাখ টাকার অলংকার চুরি করে নেয়।

