ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:১৩ এএম

কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আনিছুর রহমান (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিছুর রহমান কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার কবির আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিম উপকূল থেকে আনিছুর রহমানসহ কয়েক জেলে নৌকা নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান। একপর্যায়ে আনিছুর সাগরে পড়ে নিখোঁজ হন। নৌকার অন্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। গতকাল ভোরে স্থানীয় জেলেরা বায়ুবিদ্যুৎ এলাকার উপকূলে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।