নাটোরের বড়াইগ্রামে খেলার সময় ধান সেদ্ধ করার বড় চুলার আগুনে দগ্ধ হয়ে সৌরভ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সৌরভ উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রোলভা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিকের ছেলে। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত সোমবার সকালে সৌরভ তার সমবয়সি শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে ধান সেদ্ধ করার বড় চুলার ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ আগেই সেই চুলায় ধান সেদ্ধ করায় ছাইয়ের ভেতরে থাকা আগুনে শিশুটি দগ্ধ হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

