ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নাতিবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:২৬ এএম

নাটোর সদর উপজেলায় প্রতিবেশী নাতির মাধ্যমে নাতিবউকে ডেকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন তেবাড়িয়া ইউনিয়নের জংলী এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর চাচাশ্বশুর আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর স্বামী নাটোর প্রাণ কোম্পানিতে চাকরি করেন। প্রায় এক বছর আগে ভুক্তভোগীর বিয়ে হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ইসমাইল নিজের মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বামীকে ফোন করে জানান যে, তার স্ত্রী যেন জরুরি কারণে ইসমাইলের স্ত্রীর (ভুক্তভোগীর দাদিশাশুড়ি) সঙ্গে দেখা করে। ভুক্তভোগী ইসমাইলের বাড়িতে পৌঁছে বুঝতে পারেন ঘরে দাদিশাশুড়ি নেই। কিছু বুঝে ওঠার আগেই ইসমাইল তার ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানান। পরে আতিকুরসহ স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ইসমাইলকে গণপিটুনি দেন।

পরে অভিযুক্ত ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ভুক্তভোগীর স্বামী জানতে পেরে থানায় মামলা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে তাকে আটক করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর পর পুলিশে সোপর্দ করেন।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ইসমাইলকে ভুক্তভোগীর স্বামীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গতকাল শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভুক্তভোগীতে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।