ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফ্রি চিকিৎসাসেবা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৩১ এএম

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’র উদ্যোগে ও ইবনে সিনা হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার ৮টি ইউনিয়নের দুই হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুক প্রমুখ।