ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্মৃতিস্তম্ভ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৩২ এএম

সাতক্ষীরায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই স্মৃতিস্তম্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জানা যায়, ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্মৃতিস্তম্ভটির উচ্চতা ১৮ ফুট ও প্রস্থ ৬ ফুট। রাজপথে উচ্চারিত প্রেরণাদায়ী স্লোগানসমূহ স্তম্ভটিতে খোদাই করে রাখা হয়েছে। স্মৃতিস্তম্ভটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধাবিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে জুলাই বিপ্লবে নিহত সব শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।