নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় কামাল (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শুক্রবার গভীর রাতে সোনারগাঁয়ের বারদী বজার এলাকায় র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে মামলার ৯ নাম্বার আসামি কামালকে গ্রেপ্তার করে। কামাল আড়াইহাজারের উচিৎপুরা এলাকার হারুনের ছেলে। গতকাল শনিবার দুপুরে র্যাব-১১ আদমজীনগরের কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ অক্টোবর রাতে আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশসহ ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় পরবর্তীতে আড়াইহাজার থানায় একটি মামলা করে পুলিশ।

