ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শ্রমিকের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:৫৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঢালাইয়ের মিক্সার মেশিনবাহী একটি ট্রলি উল্টে মোংলু আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। নিহত মোংলু আলী শিবগঞ্জ পৌরসভার মরদনা মহল্লার কসিমুদ্দিনের ছেলে। ওসি গোলাম কিবরিয়া বলেন, সকালে মিক্সার মেশিন যুক্ত করা একটি ট্রলিতে করে কাজে যাচ্ছিলেন মোংলু আলীসহ কয়েকজন শ্রমিক। পথে কারবালা মোড়ে ট্রলিটির সামনের অংশ ভেঙে গেলে সেটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোংলু আলী। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।