কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নামে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ভান্তি এলাকাসংলগ্ন গোমতী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইনুদ্দিন দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, ভোরে স্থানীয় কৃষকেরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।’

