লক্ষ্মীপুরের রামগতিতে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ইটভাটার শ্রমিকেরা। গতকাল রোববার দুপুরে রামগতি উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের রামগতি উপজেলা পরিষদের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এর আগে সকাল থেকে রামগতি উপজেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিকেরা এসে উপজেলা পরিষদের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন। একপর্যায়ে রামগতি থানার পুলিশের তোপের মুখে পরিষদ চত্বর থেকে বের হন। পরে তারা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। জানা গেছে, লক্ষ্মীপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে বেশ কিছুসংখ্যক ইটভাটা গুঁড়িয়ে দেয়। ফলে শ্রমিকেরা বেকার হয়ে পড়েন।

